আজ ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় মাদক সম্রাট জসিম উদ্দিন ইয়াবাসহ গ্রেফতার


বিশেষ প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া পুলিশ অভিযান চালিয়ে তালিকাভুক্ত এক মাদককারবারীকে ৩শ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। তাঁর নাম জসিম উদ্দিন (৪৩)। সে সদর ইউনিয়নের করাইয়া নগর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

শনিবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে নিজ বাড়ি করাইয়া নগর এলাকা থেকে সাতকানিয়া থানার ওসি মোঃ জাহেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, তরুণদের হাতে মাদক তুলে দিয়ে করাইনগর এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এ মাদক সম্রাট। এলাকার অভাবগ্রস্ত পরিবারের কিছু যুবকদের দিয়ে দীর্ঘদিন ধরে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা কারবার করে আসছে সে। পুলিশ একাধিকবার গ্রেফতার করে জেলে পাঠালেও জামিনে বেরিয়ে পুনরায় মাদককারবারে জড়িয়ে পড়ে জসিম। রোহিঙ্গাদের নিয়ে মাদকের কারবার করার সময় পুলিশ কিছুদিন আগে নিজ বাড়ি থেকে রোহিঙ্গাসহ তাকে গ্রেফতার করে জেলে পাঠায়। পরে জামিনে এসে মাদককারবার চালিয়ে যাচ্ছে।

সাতকানিয়া থানার ওসি মোঃ জাহেদুল ইসলাম জানান, জসিম উদ্দিন একজন তালিকাভুক্ত মাদককারবারী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে ৩শ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, তার বিরুদ্ধে থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর