আজ ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভিক্ষুক নারীকে অটোরিকশায় তুলে ধর্ষণ, আটক অটো চালক


নিউজ ডেস্ক:

নগরের চান্দগাঁও থানা এলাকায় ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত এক নারীকে (৩৫) অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগে চালককে আটক করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার অটোরিকশাচালকের নাম মো. আবদুল আলী (৫৫)। তিনি ভোলা জেলার চরফ্যাশন থানার হালিমাবাদ এলাকার মৃত হাসান আলীর ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, রাতে এক ভিক্ষুক নারী থানায় এসে বলেন এক সিএনজিচালক তাকে গাড়িতে তুলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেছে। তার একটু মানসিক সমস্যাও রয়েছে। তাই প্রথমে আমরা সন্দেহে ছিলাম। পরে তিনি সিএনজির দুটো নম্বর আমাদের বলে। এরপর আমরা ওই সিরিয়ালের সিএনজি খুঁজতে থাকি।’

ওসি বলেন, ‘কয়েক ঘণ্টার ব্যবধানে অনেক চেষ্টার পরে ওই সিরিয়ালের একটি সিএনজি আমরা খুঁজে পাই। এরপর ভিকটিম তাকে দেখেই চিনতে পারেন। চালককে জিজ্ঞাসাবাদ করলে সে ওই ভিক্ষুক নারীকে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে।’

ওসি আরও বলেন, ‘ভুক্তভোগী নারী ফুটপাতেই জীবনযাপন করেন। তার পরিবার পরিজন নেই বলে আমাদের জানিয়েছে। গত ১১ মার্চ তার সাথে এ ঘটনা ঘটেছিল।’

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন এবং আসামিকে সকালে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি আফতাব উদ্দিন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর