আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামপুরে সড়ক ও জনপথের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ


নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর নতুন অফিস বাজারে সড়ক ও জনপথের জায়গা দখল করে প্রকাশ্যে অবৈধ স্থাপনা নির্মাণ অব্যাহত থাকলেও চিহ্নিত আওয়ামী ভূমি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । এনিয়ে সর্ব মহলে তীব্র আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তবে কি এসময়ে ও আওয়ামী ভুমি দস্যুদের সাথে আঁতাত করছে উক্ত বিভাগের কর্মকর্তারা।

সরেজমিনে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস বাজারে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিমে বাজার টু বাঁশকাটা রাস্তার মাথায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখল করে প্রকাশ্যে অবৈধ পাকা স্থাপনা নির্মাণ করছে স্থানীয় পতিত চিহ্নিত আওয়ামী ভূমিদস্যু ।বাজারের ব্যবসায়ীরা জানান, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ভুমিদস্যু শাহজাহান চৌধুরী, তার চাচা আওয়ামীলীগার শাহ আলম ও তার ছেলে আরেক আওয়ামীলীগার সাখাওয়াত রিসাদের নেতৃত্বে একদল ভাড়াটিয়া বাহিনী দিনরাত উক্ত জায়গায় বিগত কয়েকদিন ধরে অবৈধ স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছে। এ নিয়ে বাজারে উত্তেজনা বিরাজ করলেও সড়ক ও জনপথ বিভাগের কর্তারা এ দখলদারিত্বের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি এখনো। উল্টো এ আওয়ামী দখলদাররা সমালোচনাকারীদের নানাভাবে ভয়ভিতী প্রদর্শন করে আসছে। ব্যবসায়ীদের অভিযোগ, মহাসড়কের পশ্চিম পাশের খালি জায়গা গুলো হয়ত ফুলছড়ি বনবিটের অধীন, নয়তো সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। ফুলছড়ি বন বিটের নাকের ডগায় এ অবৈধ নির্মাণ কাজ অব্যাহত থাকলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। পরে তীব্র সমালোচনার মুখে কিছু স্থাপনা উচ্ছেদ করলেও পরে রহস্যজনক কারণে জায়গাটি তাদের নয় সড়ক ও জনপথ বিভাগের দাবি করে পিছু হটে। এ দিকে সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী রুকন উদ্দিন মোহাম্মদের সাথে কথা হলে তিনি লোক পাঠাচ্ছেন বলে জানান। অপর দিকে মালুমঘাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত প্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেহেদী হাসানের এ কথা হলে তিনি জানান, আমি এইমাত্র শুনেছি দেখি কি করা যায়। অন্যদিকে কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মারুফ হোসেন ও ফুলছড়ি বনবিট কর্মকর্তা ফজলুল হকের মোবাইলে একাধিকবার সংযোগ পেতে চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি । সচেতন ব্যবসায়ীদের ধারণা বনবিভাগের লোকজন হয়ত দখলদারদের কাছ থেকে মোটা অংকের অনৈতিক সুবিধা নিয়ে ভুমি দস্যুদের অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ করে দিচ্ছে।

এমতবস্থায় বাজারের সচেতন ব্যবসায়ী ও এলাকাবাসীর প্রশ্ন এ সময়েও উক্ত পতিত আওয়ামী ভূমিদস্যদের শক্তির উৎস কোথায় ? তবে কি এ আওয়ামী ভূমিদস্যুদের টাকার কাছে স্থানীয় বনবিভাগ ও সড়ক ও জনপথ বিভাগের কর্তারা বিক্রি হয়ে গেছে? নয়তো এ আওয়ামীলীগাররা কিভাবে প্রকাশ্যে সরকারী জায়গার উপর অবৈধ স্থাপনা নির্মাণের দু:সাহস অব্যাহত রেখেছে? অভিযোগ উঠা ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরীর সাথে মোবাইলে যোগাযোগ করে রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উপজেলার সাংবাদিকরা সরেজমিনে গেলে উক্ত ভূমিদস্যদের শতাধিক ভাড়াটিয়া বাহিনী দেশীয় তৈরি দারালো অস্ত্র নিয়ে তাদের সামনে মহড়া দিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরির অপচেষ্টা করে। এমতাবস্থায় উক্ত সরকারি জায়গার উপর নির্মিতব্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন বাজারের সচেতন ব্যবসায়ীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর