আনোয়ারা প্রতিনিধি:
দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনিরের পিতা মনির আহমদ (৬৫) সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন (ইন্না-লিল্লাহি… রাজেউন)।
মঙ্গলবার যোহরের নামাজের পর জানাজার নামাজ শেষে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে যান।
মনির আহমদের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মোহাম্মদ রফিক, সরোয়ার হোসেন, কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মামুন মিয়া, সদস্য সচিব হাজী ওসমানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা শোক প্রকাশ করেন।
Leave a Reply