আজ ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এপেক্স ক্লাব অব পটিয়ার মাসব্যপী কোনআন শরিফ বিতরণ অব্যাহত


অনলাইন ডেস্ক:

গত ৭ রমজান পটিয়া দারুল কোরআন একাডেমি ও এতিমখানায় কোরআন শরিফ উপহার বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার প্রেসিডেন্ট এপে: আলমগীর আলম, এপে: জসিম উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এপে: মোরশেদুর রেজা সবুজ, ট্রেজেরার ফেলোশিপ এন্ড রিলেশনশিপ ডাইরেক্টর এপে :আবদুর রহিম খন্দকার।

এতে বক্তারা বলেন পবিত্র রমজান মাস মোসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ন। এ মাসেই পবিত্র কোরআন নাযিল হয়েছিল এপেক্স ক্লাব অব পটিয়া মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় কোরআন শরিফ উপহার হাদিয়া বিতরন করে মহান আল্লাহর সন্তুটি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

মানবসেবায় তাদের অবদান অনস্বীকার্য। এ ধরনের মহতী কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

পরে এপেক্স বাংলাদেশ ও যারা কোরআন শরিফ উপহার হাদিয়া দিয়েছেন সকলের জন্য বিশেষ দোয়া কামনা করে মোনাজাত করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর