আজ ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় জবাই করা ৬৯৭টি পাখিসহ তিনজন গ্রেপ্তার


আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইছামতী নদীর পাড়ের বিল থেকে বিভিন্ন প্রজাতির পাখি মেরে বস্তুা ভরে নিয়ে যাওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার সদর থেকে পাখি মারা চক্রটিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের মো. ছৈয়দুল আলম (৬০), মো. ইদ্রিস (৬৫) ও মো. সোহেল (৩০)।

থানা সূত্রে জানা যায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে গাড়ি তল্লাশি করে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩৫টি শালিক পাখি, ৪২২টি চড়ূই পাখি এবং ১৪০টি বাবুই পাখিসহ সর্বমোট ৬৯৭টি জবাই করা পাখি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘আটকৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর