আবদুর রাজ্জাক, জেলা প্রতিনিধি,কক্সবাজার।। আজ ০৫ মার্চ ২০২৫ ইং তারিখ ১৫০০ ঘটিকায় ক্যাপ্টেন পারভেজ (৯ ফিল্ড রেজিঃ আর্টিঃ, রামু সেনানিবাস) এর নেতৃত্বে সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম এর উপস্থিতিতে পুলিশের সমন্বয়ে গঠিত টিম একটি বাড়িতে অবৈধ তেল প্যাকেজিং এর সময় অভিযান পরিচালনা করে ১০,০০০ লিটার তেলের বোতল জব্দ করার পাশাপাশি গুদামে সংরক্ষিত ১০,০০০ লিটারেরও বেশি তেল প্রস্তুতির জন্য ব্যবহৃত উপকরণ সহ সিল করে দেন। তেলের অবৈধ প্যাকেজিং ও বিতরণের সঙ্গে বেশ কয়েকজন ব্যবসায়ী জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়। এসময় ম্যানেজারসহ ০২ (দুই) জনকে গ্রেপ্তার করে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযানের পর এসি ল্যান্ড সকল স্টোরেজ সুবিধা সিলগালা করে এবং জব্দকৃত তেল ধ্বংসের জন্য এসি ল্যান্ড অফিসে নিয়ে যাওয়া হয়।
Leave a Reply