পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের কমভাগ্যবান মানুষের জন্য মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছেন এপেক্স ক্লাব অব বান্দরবান।
রবিবার (২ মার্চ) এ কর্মচূসীর উদ্বোধন করেন এপেক্স বাংলাদেশের আইপি এন এস ডি এপে: নুরুল আমিন চৌধুরী আরমান। এপেক্স ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট এপে.নিনিপ্রু, পিডিজি-৩ এপে. কামাল পাশা, এসভিপি এপে. ইনজিনিয়ার রুই প্রু অং মার্মা, পিপি এপে: মোঃ মোজাম্মেল হক প্রমুখ।
এ সময় অনুষ্ঠানের উদ্বোধক মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, সমাজের অনেক মানুষ এ রমজানে ঠিকমত সেহেরী ও ইফতার খেতে পারে না।
মানুষের কষ্টের সময় এপেক্স ক্লাব অব বান্দরবান অতিতের মত এবারও এগিয়ে এসেছেন যা প্রতি বছর অব্যহত রাখা হবে। তিনি সারা দেশে এপেক্স বাংলাদেশের সকলকে কমভাগ্যবান মানুষের পাশে দাড়িয়ে সেবা কার্যক্রম অব্যহত রাখার আহবান জানান। উল্লেখ্য একজন মানুষের জন্য প্রতিটি প্যাকেটে সেমাই,চিনি,ছনাবুট,ঢাল,পিয়াজ,রসুন,সয়াবিন তৈল,মুড়ি,আলুও খেজুর দেয়া হয়েছে।
Leave a Reply