আজ ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে জাতীয় ভোটার দিবস পালন


স্টাফ রিপোর্টার:

“তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে” এই প্রতিপাদ্যকে নিয়ে চন্দনাইশে জাতীয় ভোটার দিবস পালন করা হয়। ২ মার্চ রোববার ভোটার দিবস উপলক্ষ্যে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো রাজিব হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. কুতুব উদ্দীন, পৌরসভা এলডিপির সেক্রেটারি মো. আকতার উদ্দীন, জুলাই বিপ্লবের উপজেলা পর্যায়ের সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বী, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক জেবিআর আরজু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান প্রমুখ।

এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর