আনোয়ার হোছাইন,,(নাইক্ষ্যংছড়ি) বান্দরবান >>> নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে নবী হোসেন (৪৬) নামের এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছে।শনিবার (১ মার্চ ) বিকেল আনুমানিক চার টার সময় নাইক্ষ্যংছড়ি সীমান্তের নিকুছড়ি এলাকার মিয়ানমারের কিছুটা অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করলে বিদ্রোহী আরকান আর্মি কতৃক মাটিতে পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটে।আহত নবী হোসেন (৪৬) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নস্থ ৬ং ওয়ার্ড হামিদিয়া পাড়ার মৃত শফিকুল রহমানের ছেলে।স্থানীয় সুত্রে জানা যায়, মিয়ানমারের সীমান্ত এলাকার বর্তমানে নিয়ন্ত্রণে থাকা বিদ্রোহী আরকান আর্মি (এএ) কর্তৃক আগে থেকে মাটির ভিতরে পুতে রাখা স্থল মাইনের উপর পায়ের স্পর্শ লাগলে বিকট শব্দে বিস্ফোরীত হয়। এ সময় নবি হোসেনের বাম পায়ের নিছের কিছু অংশ উড়ে যায়।এ ঘটনার বিষয়ে নিশ্চিত করে ইউপি সদস্য মোঃ ফরিদ বলেন, আহত নবী হোসেনকে উন্নত চিকিৎসার জন্য তার স্বজনেরা কক্সবাজারে নিয়ে গেছেন।
Leave a Reply