আজ ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর ২৪তম বর্ষপূর্তিতে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার ফুলেল শুভেচ্ছা


নিউজ ডেক্স >>> চট্টগ্রামের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় সংবাদপত্র দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর ২৪তম বর্ষপূর্তি উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক সংস্থা।শুক্রবার সংস্থার সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম-এর নেতৃত্বে এক প্রতিনিধি দল মঞ্চ কার্যালয়ে উপস্থিত হয়ে পত্রিকাটির সম্পাদক ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সমাজসেবা সম্পাদক ফিরোজ উদ্দিন, নির্বাহী সদস্য রাজিব দাস (তুষার),সদস্য সৈয়দুল করিম খাঁন, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান সাঈদ,মোঃ কামাল উদ্দিন ও শাকিল আহমেদ।চট্টগ্রাম সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ওসমান এহতেসাম বলেন,দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ দীর্ঘ ২৪ বছর ধরে সত্য ও ন্যায়ের পথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এই পত্রিকা চট্টগ্রামের মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করছে,যা সত্যিই প্রশংসনীয়।আমরা আশা করি,ভবিষ্যতেও তারা বস্তুনিষ্ঠ ও স্বাধীন সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে। চট্টগ্রাম সাংবাদিক সংস্থা সবসময় মুক্ত ও দায়িত্বশীল সাংবাদিকতার পক্ষে থাকবে।সংস্থার অন্যান্য নেতৃবৃন্দও দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর