নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের ঈদগাঁওতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী ক্যাডারদের আজকের ভুরিভোজ আয়োজনকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রাপ্ত তথ্য জানা যায়, শুক্রবার জুমার পর থেকে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিনায়তনে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী ক্যাডারদের আয়োজনে সাংবাদিকতার ব্যানারে ভূরিভোজ আয়োজনকে কেন্দ্র করে তীব্র প্রক্রিয়া শুরু হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার আশফাক উদ্দিন আরাফাত, সুয়াইফুল হক ও পলাতক আওয়ামী ক্যাডার মাহবুবুর রহমান মাবুর নির্দেশনায় পলাতক আওয়ামী ক্যাডার অর্থায়নে সাংবাদিকতার ব্যানারে এ আয়োজন করছে। জুলাই আন্দোলন পরবর্তী পলাতক আওয়ামী ক্যাডাররা পুনরায় মাঠ দখলের প্রস্তুতি হিসেবে সাংবাদিকতাকে ব্যবহার করছে। পলাতক আওয়ামী ক্যাডারদের অর্থায়নে বিগত আওয়ামী সরকারের সময়ে তাদের যাবতীয় অপকর্ম রক্ষায় উক্ত নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডারদের ব্যবহার করেছে।
এলাকার সচেতন মহল ও রাজনৈতিক নেতাদের ফাঁকি দিতে সুবিধা ভোগি অপর দুজনকে ব্যবহার করে দাওয়াত কার্ড ইস্যু করেছে। দাওয়াত প্রাপ্ত অতিথিরা স্থানীয় সাংবাদিকদের কাছে দাওয়াত কারী দুইজনের পরিচয় সম্পর্কে জানতে চাইলে কেউ তাদের সাংবাদিক হিসেবে চেনেন না বলে জানান। খোঁজ নিয়ে জানা যায়, আশফাক উদ্দিন আরাফাত ইসলামাবাদ ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ও সুয়াইফুল হক সাধারণ সম্পাদক।
এছাড়া আরো ৪ জন আওয়ামী পদধারী। সাধারণ লোকজন ফ্যাসিস্ট এ আওয়ামী ক্যাডারদের আটকের দাবি জানান। অবিলম্বে থানা ও উপজেলা প্রশাসনকে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্ররা নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডারদের এমন দু:সাহসে বিস্ময় প্রকাশ করে তাদের গ্রেফতারের দাবি জানান।
Leave a Reply