মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি >>> মদিনার জামাত কামাল্লার হযরত পীর সাহেব হুজুর (রঃ) স্মরণে মদিনার জামাতের খানকাহ্ কমপ্লেক্স ঢাকার উদ্যোগে গত ২৫ শে ফেব্রুয়ারী বাদ যোহর থেকে মধ্যরাত পর্যন্ত ঢাকা শ্যামলী ক্লাব মাঠে বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ও সূফি সম্মেলন২০২৫ অনুষ্ঠিত হয়। মদিনার জামাত কামাল্লার হযরত পীর সাহেব শাহ্সুফী আলহাজ্ব হযরত মাওলানা শাহ্,আবু,নছর,মোঃ সাইফুর রহমান খন্দকার সাহেবের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরান থেকে আগত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আলহাজ্ব শাহাবুদ্দিন মাশায়েখীরাদ (ইরান)মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এন পি, চেয়ারপার্সনের উপদেষ্টা ও বি এন পি শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব মোঃ আব্দুস সালাম সাহেব। ইসলাহ্ ও আত্মশুদ্ধিমূলক এই মাহফিলে তরীকার নিয়ম অনুযায়ী বাদ মাগরিব মূল্যবান আলোচনা ও গুরুত্বপূর্ণ তালিম তায়াজ্জু পেশ করেন, পীরজাদা মাওলানা শাহ্ আবু বকর মোঃ হেদায়েত উল্লাহ্ খন্দকার সাহেব।
হযরত মাওলানা মুহাদ্দিস কাজি মোঃ শরিফ উল্লাহর পরিচালনায়,মাহফিলে প্রধান আলোচকের আলোচনা পেশ করেন আলহাজ্ব হযরত মাওলানা মুফ্তী বদিউল আলম সরকার সাহেব প্রধান খলিফা মদিনার জামাত কামাল্লা দরবার শরিফ , আলহাজ্ব মাওলানা আঃ রাজ্জাক সাহেব সাবেক প্রিন্সিপ্যাল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা ঢাকা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব মাও ক্বারী হাবিবুল্লাহ বেলালী ঢাকা , প্রফেসর ড,মোঃ আহসান উল্লাহ্,বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব প্রিন্সিপাল মাওলানা ড,এ,কে,এম মাহবুবুর রহমান, মদিনার জামাতের উজ্জ্বল নক্ষত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব হযরত মাওলানা মহসিন কবির ইউসুফী( পীর সাহেব কদমতলী মদিনার জামাত শাহী দরবার শরিফ মুরাদনগর কুমিল্লা) আলহাজ্ব হযরত মাও মোঃ হাবিবুল্লাহ্ বেলালী পীর সাহেব সরাইল।ড.সাইয়্যেদ মোহাম্মদ এমদাদ উদ্দিন খতিব ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ।
মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের পীর সাহেব হুজুর(রহঃ) প্রতিষ্ঠিত বাংলাদেশ নুরে মদিনা ছাত্র কাফেলার সভাপতি বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী মাওলানা সালমান ফার্সি ও সাধারণ সম্পাদক সহ আশেকানদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাহফিলে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে ধারাবাহিকভাবে ইসলামিক আলোচনা পেশ করেন ড.আলহাজ্ব মাওলানা, আতাউর রহমান মিয়াজী ভাইস চ্যান্সেলর আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, আলহাজ্ব মাও.মোঃ আবদুল কাদির চেয়ারম্যান আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, ড.আলহাজ্ব মাসুম বাকী বিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. আলহাজ্ব মাও মু.মোঃ মোরশেদ আলম সালেহী, আলহাজ্ব মাও মোঃ যাকারিয়া ওয়েছী, আলহাজ্ব মাও মুফতি শেখ রেজাউল করিম, হযরত মাও মাহমুদুল হাসান জসিম, সহকারী অধ্যাপক ঘোড়াশাল ফাযিল ডিগ্রি মাদ্রাসা ,মাওলানা নেয়ামত উল্লাহ্ পীর সাহেব নারায়ণগঞ্জ,,, হযরত মাও,মাহমুদুর রহমান চিশতি, মাওঃ ফখরুজ্জামান খানঁ, আলহাজ্ব হযরত মাও ফরহাদ ইসলাম বুলবুলী, নোয়াখালীর দাদা হুজুর ডাঃ বদিউজ্জামান (রহঃ) এর নাতীদ্বয় মাওলানা মোশাররফ হোসেন,ও মাওলানা আরিফুর রহমান সহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত ইসলামিক স্কলার, হাফেজ ক্বারি , শিক্ষাবিদ লেখক,ও ইসলামিক গবেষকরা,মাহফিল শুরুতেই কোরআন তেলাওয়াত ও মনমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করেন বাংলাদেশ নূরে মদিনা শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।মাহফিলে মদিনার জামাত কামাল্লা দরবার শরিফের হযরত পীর সাহেব হুজুর তাহার আলোচনায় স্পষ্ট ভাবে বলেছেন সকলকে আল্লাহর অলিদের কাছে এসে সঠিক ইসলামের তালিম তায়াজ্জু,গ্রহণ করে আল্লাহ্ ও রাসুল (সঃ)সন্তুষ্টি অর্জন ও সঠিক দ্বীনের পথে থাকার আহ্বান জানান। মাহফিলের শেষ পর্যায়ে গভীর রজনীতে বিশেষ তালিম তায়াজ্জু মিলাদ কিয়াম শেষে দেশবাসী ও প্রবাসী সহ সকলের জন্য খাছ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর।মাহফিলে এন্তেজামিয়া কমিটির পক্ষে ছিলেন আলহাজ্ব সৈয়দ মামুন আল রশিদ সাহেব, আলহাজ্ব আওলাদ হোসেন মোল্লা সাহেব,ও সৈয়দ জাবেদ নূর সাহেব। পরিশেষে তাবারক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন, মদিনার জামাত এয়ার ট্রাভেলসের চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ্ খন্দকার।
Leave a Reply