আজ ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ‘ক্রস ফিলিং’ গুদামে সেনাবাহিনীর অভিযান, ২টি হাওয়া মেশিন, ৬টি গ্যাস সিলিন্ডারারের খালি বোতল ও ২টি ওয়েট মেশিন জব্দ


চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ‘ক্রস ফিলিং’ (এক সিলিন্ডার থেকে আরেকটাতে গ্যাস ভরা) এর গুদামে গোপন সংবাদে ভিত্তিতে বুধবার রাত ৯টার থেকে ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত মেজর ফজলে রাব্বি এর নেতৃত্বে একদল সেনাবাহিনী।

সেননাহিনীর সদস্যরা অবৈধ গুদামঘরে তালা ভেঙ্গে প্রবেশ করে ঘটনাস্থল থেকে ২টি হাওয়া মেশিন, ৬টি গ্যাস সিলিন্ডারারের খালি বোতল ও ২টি ওয়েট মেশিন জব্দ করা হয়। এরপর উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানোর পর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জব্দকৃত মালামাল ভ্রাম্যমাণ আদালতে হেফাজতে নেয়া হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড পুতুন তালুকদার বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান, অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করে লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডারগুলো বাজারজাত করার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী। জব্দকৃত মালামাল ভ্রাম্যমাণ আদালতে হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর