আজ ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় প্যানেল চেয়ারম্যান পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মহসিনকে প্যানেল চেয়ারম্যানের পদ থেকে ষড়যন্ত্রমূলকভাবে বাদ দেয়ার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে কেরানীহাটে অনুষ্ঠিত ওই মানববন্ধনে কেঁওচিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করে।মানববন্ধনে বক্তব্য রাখেন, আরফাত রহমান স্মৃতি পরিষদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলমগীর সাকি, যুবদল নেতা মোহাম্মদ ইয়াছিন, মো. লোকমান, মো. ইউনুছ, সেলিম উদ্দিন, আয়েশা আকতার, শাহেদা পারভিন প্রমুখ।বক্তারা বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী শাসনাামলে কেঁওচিয়া ইউনিয়নে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে ইউপি সদস্য মহসিনের পরিবার। তিনি নিজেও মিথ্যা মামলার শিকার হয়েছেন। ৫ আগস্টের পর শেখ হাসিনার দোসর চেয়ারম্যান ওসমান আলী পলাতক থাকায় ইউনিয়নবাসী নাগরিকসেবা থেকে বঞ্চিত হচ্ছিল। এমতাবস্থায় জনদুর্ভোগ দূরীকরণে উপজেলা প্রশাসন মো. মহসিনকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেন। দায়িত্ব পেয়ে তিনি জনসেবা দিয়ে যাচ্ছিলেন।বক্তারা আরো বলেন, একটি কুচক্রী মহল মহসিনের প্রতি ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানা মাধ্যমে অপপ্রচারে লিপ্ত হয় প্রশাসনকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে তাকে প্যানেল চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিতে বাধ্য করে। ফলে নাগরিক সেবা বঞ্চিত কেঁওচিয়াবাসীর দুর্ভোগ চরমে পৌঁছে। জনদুর্ভোগ লাঘবে মো. মহসিনকে প্যানেল চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ দিতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর