পতেঙ্গায় শ্রী শ্রী শম্ভুনাথের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে মহাজন ঘাটা ভৈরব ঠাকুর মন্দির প্রাঙ্গণে ২০ ও ২১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ও শুক্রবার) ২ দিনব্যাপী নানান ধর্মীয় আয়োজন করা হয়।
গতকাল ২১ ফেব্রুয়ারি সকাল থেকে হাজারো ভক্তের সমাগমে প্রাতপূজা থেকে শুরু করে সারাদিন ব্যাপী নগর পরিক্রমা, চন্ডীপাঠ, পুষ্পযজ্ঞ, পবিত্র গীতাপাঠ ও মহাপ্রসাদ বিতরণ মধ্যে দিয়ে ২ দিনব্যাপী পতেঙ্গায় শ্রী শ্রী শম্ভুনাথের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী শম্ভুনাথ মন্দিরের পূজারী রতন দাশ ও তুলশী দাশ বলেন, মানব কল্যাণে ও গৃহশান্তির জন্য প্রতি বছরের মত এবারেও শ্রী শ্রী শম্ভুনাথ বাবার প্রতিষ্ঠা বার্ষিকী সুন্দর ও সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
শ্রী শ্রী শম্ভুনাথ মন্দিরের পূজারী রতন দাশ বলেন, ভক্তবৃন্দরা পাশে থাকলে আগামীতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে। হাজারো প্রতিকূলতার মধ্যে অনুষ্ঠান পরিচালনা করতে আয়োজক কমিটিকে হিমশিম খেতে হয়। তাই শ্রী শ্রী শম্ভুনাথ মন্দিরের উন্নয়নের জন্য তিনি সমাজের ধনী ও বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য শ্রী হরিপদ মহাজন মহাশ্মশান ও কালী মন্দির কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, আয়োজন কমিটির সদস্য রাজু মহাজন, সাধন বাবু, সুকুমার, সুগন্ধি বাবু,অম্রিত শীল,সুব্রত সেন,রনি আইচ, লিটন চক্রবত্তী, মঙ্গল দাস, জীবন,মাতাজি জবা দাস।
Leave a Reply