নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া মেহেদী কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২২ ফেব্রুয়ারি)বিকাল ২ দুইটার দিকে,উপজেলার ৬ নং এওচিয়া ইউনিয়ন পশ্চিম গাঠিয়াডাঙ্গা মেহেদী পাড়া জামে মসজিদ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।নাইম উদ্দীন সবুজে’র সঞ্চালনায় মেহেদী কল্যাণ ট্রাস্টের সভাপতি আব্বাস মেহেদী’র সভাপতিত্বে,প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত ছিলেন,আল্লামা শায়েখ ওবায়দুল্লাহ হামজা।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,আক্তার হোসেন আনোয়ারি,বিশেষ বক্তা আল্লামা মুফতি হাবিবুল্লাহ হোসাইন রায়পুরী,মাওলানা মনিরুল আলম,মাওলানা মুফতি মাহমুদ বিন মাদানী,হাফেজ মাওলানা কারী ত্বকী ওসমানী,মাওলানা খালেদ সাইফুল্লাহ বিন হোসাইন-সহ এলাকার ইসলাম প্রিয় তৌহিদী জনতা।মাহফিলে বক্তারা বলেন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহতায়ালার বিধান।মানুষের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে এই গ্রন্থ এক মহান নিয়ামত।এই হেদায়েতের বাণী মানুষের নিকট পৌঁছানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী ও রাসুলগণকে পাঠিয়েছেন।কোরআনের বাণী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিকট পৌঁছানোর সকলের ঈমানী দায়িত্ব।পরে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি করা হয়।
Leave a Reply