আজ ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পেকুয়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা! এইচ, এম শহীদ


পেকুয়া প্রতিনিধি >>> কক্সবাজারের পেকুয়ায় বসতভিটার সীমানার পূর্ব ঘটনার জেরে ধরে ফজল করিম (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত ফজল করিম পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮ টার দিকে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম নাপিতখালী পাড়ায় এ ঘটনা ঘটে।আহত ফজল করিম টইটং ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের পশ্চিম নাপিতখালী এলাকার মোছলেম উদ্দিনের ছেলে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত ৮ টার দিকে পশ্চিম নাপিতখালী এলাকার মৃত্যু মোহাম্মদ হোসেন এর ছেলে খানে আলম ও তাঁর স্ত্রী কমরু,, রবিউল আলম ও তাঁর স্ত্রী শফিকা, মোঃ রিদওয়ান ও তাঁর স্ত্রী আরফা,শফিউল আলম ও তাঁর স্ত্রী দিলকুশ ও জকির আলম সহ ১২/১৩ জন মিলে পশ্চিম নাপিতখালী নুরুল হোসেন বাড়ির পাশে রাস্তায় এই হামলা করে। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।ভুক্তভোগী আহত ফজল করিম বলেন ; খানে আলম এর নেতৃত্বে তিনি ও তাঁর আপন ভাই সহ ৭/৮ জন সন্ত্রাসী ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ৮ টার সময় আমি লালজান পাড়া স্টেশন থেকে বাড়িয়ে আসার সময় চলাচলের রাস্তার পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে আমাকে হত্যা করার জন্য অতর্কিত ভাবে ধারালো লম্বা কিরিচ,দেশীয় অস্ত্র ও রড় দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। আমার চিৎকারে স্থানীয়রা খবর পেয়ে এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায় ও স্থানীয়রা আমাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। আমি ,হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর