আজ ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

খুলনায় একসাথে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ।


মোঃ রবিউল হোসেন খান,খুলনা ব্যুরো >>> খুলনায় একসাথে ৪ সন্তানের জন্ম দিয়েছেন পিরোজপুরের মিসেস আকলিমা নামের এক গৃহবধু। আজ ১৩ ফেব্রুয়ারী খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এই ৪ সন্তানের জন্ম দেন তিনি। নবজাতকদের মধ্যে ৩ ছেলে ও ১ মেয়ে। অপারেশনের পর মা ও নবজাতকেরা সুস্থ রয়েছেন৷ বলে জানিয়েছেন চিকিৎসকরা।এ ঘটনায় আনন্দিত তার পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা বলেন, ৪ সন্তান জন্ম দিয়েছে আকলিমা।এতে আমরা খুশি।সবাই সুস্থ রয়েছে। মিসেস আকলিমার সামী সুজন কাজী একসাথে ৪ সন্তান পেয়ে অত্যান্ত আনন্দীত ও উচ্ছ্বসিত। তিনি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নবজাতদের পেয়ে আনন্দিত গৃহবধূ আকলিমাও। গৃহবধূ আকলিমা বলেন, আমি ভালো আছি।হাসপাতালের ডাক্তার ও নার্সদের আচরনে খুব খুশি।চিকিৎসকরা জানিয়েছেন, একসাথে চার সন্তানের জন্ম খুবই বিরল এবং এক্ষেত্রে মা ও নবজাতকরা সম্পুর্ন সুস্থ থাকাটা সৌভাগ্যের বিষয়।এই অস্ত্রপচার সফল ভাবে সম্পন্ন করেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী এ্যান্ড অবস বিভাগের প্রধান, ডা: আমিনা জান্নাত পিয়া ও তার চিকিৎসক দল। খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ( অবস এ্যান্ড গাইনী বিভাগ) ডা: আমিনা জান্নাত পিয়া বলেন, আকলিমার এটি দ্ধিতীয় প্রেগন্যান্সি। সে জানতো জমজ বাচ্চা পেটে। যখন আসছে তখন ব্যাথায় কস্ট পাচ্ছিল। বাচ্চা ছিল উল্টা পজিশনে। যার জন্য এমার্জেন্সিতে তাকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নি।সবকিছু ম্যানেজ করে অপারেশন শুরু করি।অপারেশন করে পর পর ৪ টি বাচ্চা ডেলিভারি করা হয়।প্রতিটা বাচ্চা উল্টা পজিশনে ছিল। হাসপাতালের সব বিভাগ মিলে মা এবং বাচ্চাকে সুস্থ রাখতে কাজ করেছি। আলহামদুলিল্লাহ বাচ্চারা ভালো ও সুস্থ আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর