আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে হাশিমপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন মেম্বারের মৃত্যু


চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৮নং হাশিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোহাম্মদ হেলাল উদ্দিন (৪৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।

মোহাম্মদ হেলাল উদ্দিন উপজেলার হাশিমপুর ইউনিয়নের ১নং উত্তর হাশিমপুর ছৈয়দাবাদ উত্তর পাড়া গ্রামের মরহুম রমজু মিয়ার দ্বিতীয় পুত্র। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর পরিবারের ছোটভাই মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ইউপি সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন কিছুদিন আগে স্ট্রোক করে চিকিৎসাধীন থাকার পর বাড়িতে অবস্থান করছেন। বুধবার ভোররাতে তিনি হঠাৎ অসুস্থতা বোধ করলে আত্মীয় স্বজনরা তাঁকে স্থানীয় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনি মারা গেছেন বলে জানান।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উত্তর হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০২২ সালে ৫ জানুয়ারি পঞ্চম ধাপে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৮নং হাশিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচিত হন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর