শ.ম.গফুর >>> কক্সবাজারবে উখিয়ার পালংখালী থেকে অস্ত্রসহ ৩ জন’কে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।৯ ফেব্রুয়ারী দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ক্যাম্প-১৫’র মোছরখোলা এপিবিএন চেক পোস্ট’র সামনের রাস্তার উপরে ৮ এপিবিএন জামতলী ক্যাম্প’র একটি দল এ অভিযান পরিচালনা করেন।এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।একটি ইয়ামাহা ব্রান্ডের মোটর সাইকেল জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলেন,পালংখালীর নলবনিয়া এলাকার আজিজুল হক(৩০)সে জাহেদ আলমের ছেলে,মাসুদ হোসেন (১৯),সে মো.সেলিমের ছেলে ও শহীদুল ইসলাম (২৫),সে বশির আহমদের ছেলে।উদ্ধার করা ৬ রাউন্ড গুলির মালিক বটতলী এলাকার শামসুল আলমের ছেলে মো.পারভেজের (১৮) বলে জানান গ্রেফতারকৃতরা।তাই পারভেজ’কে পলাতক আসামী করা হয়েছে।এ সংক্রান্তে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন ওসি আরিফ হোসাইন।
Leave a Reply