চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বেগম গুল চেমনআরা একাডেমী (স্কুল এন্ড কলেজ) ও মাওলানা মুহাম্মদ ইছহাক শিশু নিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য – সাংষ্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিজিসি একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিজিসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদ।
বেগম গুল চেমনআরা একাডেমী (স্কুল এন্ড কলেজ) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেদী মোবারক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব। বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. হযরত আলী মিয়া, রেজিস্ট্রার ড. এস. এম শোয়েব, আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর মো. এ. বি. এম আবু নোমান, বিজিসি ট্রাস্ট হসপিটালের পরিচালক ডা. একেএম আরিফ উদ্দিন আহমেদ, এজিএম আজিজুল হক ভূঁইয়া, এজিএম শাহেদুল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইছহাক শিশু নিকেতন সহকারী প্রধান শিক্ষক নাসরিন আকতার, বেগম গুল চেমনআরা একাডেমী সহকারী প্রধান শিক্ষক শর্মিলা কর চৌধুরী, বার্ষিক ক্রীড়া ও সাহিত্য – সাংষ্কৃতিক প্রতিযোগিতা কমিটির আহবায়ক ও হিসাব বিজ্ঞান বিভাগের জ্যেষ্ট প্রভাষক শাহেদুল ইসলাম, প্রভাষক সঞ্জয় কান্তি দে, শিক্ষক কুসুম আকতার, শিক্ষক সুফিয়া খানম, ক্রীড়া শিক্ষক শাহ আলম তালুকদার, গার্লস গার্ড শিক্ষক সুচন্দা বড়ুয়া প্রমুখ।
সুশিক্ষা নিশ্চিতকরণপূর্বক শিক্ষার মানোন্নয়নের উপর সর্বাধিক গুরুত্বারোপ করেন বক্তারা। শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Leave a Reply