আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া ঢেমশা এলাকায় পৃথকভাবে অভিযান চালিয মো: মাহফুজ নানের এক আসামিকে গ্রেফতার করছে থানা পুলিশ।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে,উপজেলার ঢেমশা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।আটককৃত আসামী মো: মাহফুজ(৩০),একই উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজ পাড়া,৫নং ওয়ার্ড,এলাকার আহম্মদ কবির’র ছেলে।অপর গাড়ি চালক মোঃ নোমান (৫০)একই উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মৃত নুরুল ইসলাম’র ছেলে।পুলিশ জানাই সাতকানিয়া থানা পুলিশ কর্তৃক ০১টি রাজনৈতি মামলার এজাহার নামীয় আসামী গ্রেফতার এবং মোবাইল কোর্ট এর মাধ্যমে ৫০০০ টাকা জরিমানা করা হয়।থানা পুলিশের একটি টিম সহায়তায় একটি মাটির গাড়ি আটক করে চালক মোঃ নোমান (৫০),কে সহকারী কমিশনার (ভূমি), সাতকানিয়া মহোদয়ের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করিয়া ৫,হাজার টাকা জরিমানা করেন,এবং বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিরস্ত্র)/ আনোয়ার হোসেন পাটোয়ারী সঙ্গীয় ফোর্সের সহায়তায় চট্টগ্রাম এর সাতকানিয়া থানার ,এফআইআর নং-২২, তারিখ- ২৮ আগস্ট, ২০২৪ এজাহার নামীয় আসামী মো: মাহফুজ(৩০)কে সাতকানিয়া ঢেমশা এলাকা থেকে গ্রেফতার করা হয়।সাতকানিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান বলেন।আসামিকে বিধি মোতাবে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।উপজেলার সকল অনিয়মের বিরুদ্ধে সাতকানিয়া থানা পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply