আজ ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কেশুয়ায় মানবকল্যাণ পরিষদের চক্ষু শিবির সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

মানবকল্যাণ পরিষদ-চট্টগ্রাম’র বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ২০২৫ কেশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ ফেব্রুয়ারি শনিবার সম্পন্ন হয়েছে। পরিষদের সহকারী সেক্রেটারি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও পরিষদের কার্যনির্বাহী পরিষদ সদস্য মাওলানা কুতুবউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মানবকল্যাণ পরিষদের সহ সভাপতি বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ-সার্জন ও শেভরন আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারের ডাইরেক্টর ডা. শাহাদাৎ হোসেন, বিশেষ অতিথি ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আজম খান, সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আব্দুল মান্নান, বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. সৈয়দ আসিফুর রহমান, হারুন উর রশিদ, হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, সালাউদ্দিন সুমন এবং আমজাদ হোসেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিদারুল আলম, আতাহার হোছাইন, মাস্টার আবু সোহেল, মাস্টার হেফাজ, মাস্টার তৌকির প্রমুখ।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. সৈয়দ আসিফুর রহমান ও শেভরন আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারের বিশিষ্ট চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম জিলানীর নেতৃত্বে একটা বিশেষজ্ঞ চিকিৎসক টিম সাড়ে চার শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। চার শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় এবং অর্ধশতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়।

মানবকল্যাণ পরিষদ-চট্টগ্রামের উদ্যোগে ও চট্টগ্রাম শেভরন আই হসপিটাল এন্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় পরবর্তীতে বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর