আজ ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে প্রথম অনুষ্ঠিত হলো ম্যারাথন প্রতিযোগিতা


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

“রান ফর চন্দনাইশ” শীর্ষক১০ কিলোমিটার শীতকালীন ম্যারাথন প্রতিযোগিতা ৩১ শুক্রবার চন্দনাইশে সম্পন্ন হয়। স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোগে এটি চন্দনাইশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৬টায় বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে ম্যারাথন ১০ কিলোমিটার দূরে গাছবাড়িয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। ম্যারাথন প্রতিযোগিতায় চন্দনাইশ ও আশেপাশের উপজেলা, চট্টগ্রাম শহর, কক্সবাজার, ঢাকা, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, কুষ্টিয়া, রংপুর, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৩০০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, কর্পোরেট অফিসার থেকে শুরু করে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

ম্যারাথন পরবর্তী গাছবাড়িয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন ব্রাকের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, বাংলাদেশকে যদি এগিয়ে যেতে হয়, বাংলাদেশকে শারীরিকভাবে সক্ষম হতে হবে। আমাদের সবার শারীরিক সক্ষমতা খুবই জরুরি। এই ধরনের আয়োজন আমাদের প্রাত্যাহিক শারীরিক চর্চাগুলো করতে আগ্রহী করে তুলবে।

আমরা আজকে দৌঁড়লাম ১০ কিলোমিটার, কিন্তু কালকে আবার চলে গেলাম ঘুমাতে তাহলে হবে না। প্রত্যেকদিন কমপক্ষে ১ কিলোমিটার অথবা আধা কিলোমিটার দৌঁড়তে হবে, না হয় কিছুদূর হাটলেও শারীরিক সক্ষমতা কিছুটা বজায় থাকবে। স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্যোক্তা মোহাম্মদ সাইফুদ্দীনের সভাপতিত্বে ও আনিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। স্বাগত বক্তব্য দেন ক্যাপ্টেন আতিকুল্লাহ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. একেএম আরিফ উদ্দীন আহমদ, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার নাসিমুল গনি, সজীব ভুইয়া প্রমুখ। ম্যারাথন প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে প্রথম হন নৌবাহিনীর মো. উজ্জ্বল মোল্লা এবং মেয়েদের মধ্যে প্রথম হন খাগড়াছড়ির মাইচিং মারমা। পরে অতিথি ও আয়োজকরা বিজয়ীদের মাঝে পুরস্কার এবং অংশগ্রহণকারী সকলের মাঝে মেডেল বিতরণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর