আজ ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে সৎ লোকের খুব অভাবঃ ড. কর্ণেল অলি


চন্দনাইশ প্রতিনিধি:

বাংলাদেশে ৯২% মুসলিমের দেশ। কিন্তু আমরা দূর্নীতি প্রতিরোধ করতে পারিনি। দেশ দূর্নীতিতে বার বার চ্যাম্পিয়নও হচ্ছে। বর্তমানে দেশে সৎ লোকের খুব অভাব।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে চন্দনাইশ আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছাত্রী মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন কলেজ প্রতিষ্ঠাতা ও এলডিপি সভাপতি ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম। অনুষ্ঠানে সভাপতিত্বে অধ্যক্ষ শিপ্রা সিকদার।

সভায় প্রধান অতিথি আরও বলেন, বিগত দিনে শিক্ষার পরিবেশ মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীদের লক্ষ্য স্থির করতে হবে। জাতিকে উপকৃত করতে হলে শিক্ষার মানোন্নয়ন করতে হবে। শিক্ষার কোন বয়স নেই। সফলতার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। এছাড়াও কলেজ সংস্কারের জন্য আর্থিক বরাদ্দ দেয়া হবে বলে জানান।

কলেজের অধ্যাপক ফাহমিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে আহ্বায়ক অধ্যাপক শান্তপদ বড়ুয়া, অধ্যাপক সিরাজ উদ্দোল্লাহ, অধ্যাপক ড. রফিকুল আজম চৌধুরী, অধ্যাপক মো. হারুন, অধ্যাপক নূর আয়েশা, অধ্যাপক পুষ্পেন চৌধুরী, অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতারুল আলম প্রমুখ। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর