সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চন্দনাইশের হাশিমপুর ইসলামিয়া মকবুলিয়া কামিল মাদরাসা গভার্নিং বডি গঠনের লক্ষ্যে অভিভাবক ক্যাটাগরির সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার আইন শৃংখলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাদরাসা কক্ষে বিরতিহীন শান্তিপুর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সহস্রাধিক শিক্ষার্থীর ৯২৬ জন অভিভাবক ভোটার হয়েছেন। এই নির্বাচনে তিন পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৩০৬জন অভিভাবক ভোটার ভোট প্রদান করেন। তন্মধ্যে সাতটি ব্যালট বাতিল হয়। গণনাযোগ্য ভোট বা ব্যালট ২৯৯টি।
এতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী (মই) ২১৪ ভোট পেয়ে প্রথম, মো. আবদুল মজিদ শাহ (চেয়ার) ২০৬ ভোট পেয়ে দ্বিতীয় ও মো. সোলায়মান (ছাতা) ১৪৬ ভোট পেয়ে তৃতীয় নির্বাচিত হয়েছেন। এছাড়াও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মদ ফখরুদ্দীন (মাছ) পেয়েছেন ৭৭ এবং মাওলানা মফিজুর রহমান (বই) পেয়েছেন ৫০ ভোট।
চন্দনাইশ উপজেলার একমাত্র কামিল মাদরাসাটির গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম জেলার এডিসি (এলএ)৷ নির্বাচিত এ কমিটির অনুমোদন দিবে ঢাকাস্থ ইসলামিক এরাবিক ইউনিভার্সিটির সংশ্লিষ্ট বিভাগ।
অনুষ্ঠিত এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিদর্শক মো. আলমগীর হোসেন, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন মিথিলা দাশ, সাব্বির আহমদ ও সালমা আকতার। পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন চন্দনাইশের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারীরা।
সরেজমিনে নির্বাচন চলাকালে দেখা যায়, কোন রকম বিশৃংখলা ছাড়াই অবাধ, সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এটিই প্রথম অনুষ্ঠিত নির্বাচন।
Leave a Reply