পেকুয়া প্রতিনিধি >>> পেকুয়া জাল দলিল ও ভূয়া নামজারী করে ভূমি আত্মসাতের চেষ্টায় আব্দুল মান্নান (২৩) নামে একজনকে ৫ মাসের সাজা দেন।গত বৃস্হপ্রতিবার (২৩ জানুয়ারী)পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যলয়ে শুনানিতে নিজের কৃতকর্ম স্বীকার করেন ফাঁশিয়াখালীএলাকার নুরুল আমিনের ছেলে আব্দুল মান্নান
২৯/১২/২০২৪ ইং তারিখে আব্দুল মান্নানকে আসামী করে পেকুয়া উপজেলা নিবাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায় করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা দলিল ও নামজারী যাচাই করে জালিয়াতির বিষয়টি টের পেয়ে আব্দুল মান্নানকে (২৩) আটক করে ৫ মাসের সাজা দিয়ে জেলহাজতে প্রেরণ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,মগনামা মৌজার একটি দলিলকে জাল করে ফাঁশিয়া খালী দলিল সাজিয়ে ফাঁশিয়াখালীর মৌজার বি এস ৯২৭ ও ৯৩০ খতিয়ানের ১৫ শতক জমি আবদুল মান্নানের নামে দলিল সৃজন করে তার নামে একটি ভূয়া নামজারি খতিয়ান সৃজন করে যার খতিয়ান নং ৫৭৭৩, জালিয়াতির বিষয়টি জানাজানি হলে মৃত মোক্তার আহমদের নাতি কামাল বাদী হয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায় করেন।বাদী কামাল বলেন ঃমোক্তার আহমদ আমার দাদা হন তিনি ১৯৮২ সালে মৃতু্বরণ করে কিন্তু ১৩/৩/২০২৩ ইং তারিখে আমার দাদার একটা কবলা দেখতে পাই,যার দলিল নং ৫০২ জমির পরিমাণ ১৫ শতক,সাতে সাতে আমি বাদী হয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হেসেন চৌধুরী বরাবর অভিযোগ দায় করি, গত কাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় নির্বাহী কর্মকর্তা কার্যলয়ে শুনানি শুরু করেন সে খানে আসামী আবদুল মান্নান দলিল জালিয়াতির কথা স্বীকার করেন,নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হোসেন চৌধুরী সকল কাগজ প্রজলোচনা করে আসামীর স্বীকার উক্তির ভিত্তিতে আসামী আব্দুল মান্নানকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার ২০২৩ আইনের ৫ ধারায় তাকে ৫ মাসের সাজা দিয়ে জেলহাজতে প্রেরণ করেন এবং জাল দলিল ও ভূয়া নামজারি খতিয়ান বাতিল করার জন্য পেকুয়া সহকারী কমিশনার (ভূমি)কে আদেশ দেন।
Leave a Reply