আজ ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শহিদ ইশমাম ও সাইফুল ইসলামের পরিবারের পাশে জেলা প্রশাসক ফরিদা খানম


নিউজ ডেক্স >>> চট্টগ্রামের লোহাগাড়ায় গণঅভ্যুত্থানে শহিদ ইশমাম ও উগ্রবাদী হামলায় নিহত সাইফুল ইসলাম আলিফের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে দুই শহিদের কবর জেয়ারতের পর তাদের পরিবারের হাতে নগদ অর্থ এবং উপহার সামগ্রী তুলে দেন তিনি।জেলা প্রশাসক ইশমামের মাকে উপজেলা পরিষদ থেকে তিন লক্ষ টাকার চেক প্রদান করেন এবং একটি নতুন বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দেন। এছাড়াও শহিদের বাড়ি যাওয়ার রাস্তা এবং সাইফুল ইসলামের কবরে যাতায়াতের রাস্তা নির্মাণের ঘোষণা দেন।সাক্ষাৎ শেষে জেলা প্রশাসক লোহাগাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন।এর মধ্যে ছিল পিঠা উৎসব,বিজ্ঞান মেলা,উপজেলা পরিষদের ফটকের দৃষ্টিনন্দন গেইট,শিশুপার্ক এবং সুইমিং পুল।এ সময় তিনি বিভিন্ন দপ্তরের প্রধান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজনদের সাথে মতবিনিময় করেন।উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইনামুল হাছান,সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ফারিস্তা করিম,সেনাবাহিনীর মেজর আহসানুল করিম রঈমসহ রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতারা।এতকিছুর মধ্য দিয়ে শহিদ ইশমাম ও সাইফুল ইসলামের স্মৃতিকে সংরক্ষণ এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর পদক্ষেপ গ্রহণ করেছেন জেলা প্রশাসক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর