আজ ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উত্তর হাশিমপুর হিফজুল কোরআন ফাউন্ডেশনের সম্প্রসারিত ভবনের উদ্বোধন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুর ভাইখলিফা পাড়ায় প্রতিষ্ঠিত হিফজুল কোরআন ফাউন্ডেশনের সম্প্রসারিত ত্রিতল ভবনের উদ্বোধন‌ উপলক্ষ্যে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আলহাজ্ব মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক গবেষক, রাঙ্গুনিয়া কলেজের অধ্যাপক আলহাজ্ব শামীম আল যুবায়ের। প্রধান আলোচক ছিলেন হাশিমপুর মকবুলিয়া মাদরাসার আরবি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আলহাজ্ব মাওলানা মোসলেহ উদ্দিন নিজামী। লেখক, ছড়াকার ও শিক্ষক শাহজাহান আজাদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রহমানিয়া জামে মসজিদের খতিব দক্ষিণ হাশিমপুর হাজী খলিল বদিউজ্জামান দাখিল মাদরাসার সুপার আলহাজ মাওলানা মোজাহেরুল কাদের ফারুকী, হিফজুল কোরআন ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি ও রহমানিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোয়েব, মসজিদ কমিটির সহ-সভাপতি মো. নুরুল হুদা, মসজিদ কমিটির সেক্রেটারি কবি আলহাজ্ব নুরুল আলম ম্যানেজার, মসজিদের ইমাম ও হেফজখানার সুপারভাইজার হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল হামিদ, হিফজুল কোরআন ফাউন্ডেশনের শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল, সমাজসেবী হাসানুর রশিদ দুলাল ও মোহাম্মদ জালাল প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও নাতে রাসুল (দঃ) পেশ করে হেফজখানার শিক্ষার্থী মোহাম্মদ মিশকাত ও আহনাফ হাবিব তানিম। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন এবছর সদ্য কোরআন হেফজ সম্পন্নকারী কৃতী শিক্ষার্থী হাফেজ আবরার করিম আবিদ।

সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর আলহাজ্ব আবু ইউসুফ অল্প সময়ের মধ্যেই মাদরাসার সম্প্রসারিত ত্রিতলার কাজ সুসম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি হেফজখানার শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে এলাকাবাসী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথি অধ্যাপক আলহাজ্ব শামীম যুবায়ের উত্তর হাশিমপুর ভাইখলিফা পাড়ায় প্রতিষ্ঠিত হিফজুল কোরআন ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম অত্যন্ত সন্তোষজনক ও প্রশংসনীয় উল্লেখ করে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যবৃন্দকে অভিনন্দন জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন এ হেফজখানার শিক্ষার্থীদের পবিত্র কোরআন শিক্ষার পাশাপাশি ইসলামী সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরো বেশি করে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। নাত, হামদ ও‌ ইসলামী সঙ্গীত চর্চার উপর গুরুত্বারোপ করে  তিনি বলেন, এগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধিত হবে এবং নতুন প্রজন্মকে অপসংস্কৃতির কবলমুক্ত রাখা সম্ভব হবে।
প্রধান আলোচক প্রবীণ শিক্ষাবিদ মাওলানা মোসলেহ উদ্দিন নিজামী হিফজুল কোরআন ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান প্রফেসর আলহাজ্ব মোহাম্মদ আবু ইউসুফের মহতি উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেন, সুদূর আমেরিকা থেকে বারবার দেশে ফিরে তিনি তাঁর প্রতিষ্ঠানের দেখভাল করে যাচ্ছেন ।পরে হিফজুল কোরআন ফাউন্ডেশনের সাফল্য কামনায় মিলাদ, দোয়া, মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২৪ জানুয়ারি শুক্রবার বাদে জুমা সদ্য হেফজ সম্পন্নকারী কৃতী শিক্ষার্থী মোহাম্মদ আবরার করিম আবিদের দস্তারবন্দী (পাগড়িদান) অনুষ্ঠিত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর