আজ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গভীর রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে দোহাজারী পৌরসভার পৌর প্রশাসক এসিল্যান্ড ডিপ্লোমেসি চাকমা


চন্দনাইশ প্রতিনিধি

কনকনে শীত আর হিমেল বাতাসে কাঁপছে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বেশিরভাগ মানুষ। এতে চরম বিপাকে পড়ছে উপজেলার দোহাজারী পৌরসভার বিভিন্ন এলাকার গরিব-দুঃখী শীতার্ত মানুষ। এ সময় শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে গভীর রাতে শীতবস্ত্র (কম্বল) নিয়ে অসহায় মানুষের দ্বারে দ্বারে ছুটছেন দোহাজারী পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।

মঙ্গলবার ও বুধবার গভীর রাতে দোহাজারী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে তার নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে দেখা গেছে তাকে।

দোহাজারী পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, দোহাজারী পৌরসভার উদ্যোগে শীতবস্ত্র কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতা পৌরসভার বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষের খুঁজে খুঁজে কম্বল পৌঁছে দিচ্ছি।

তিনি আরও বলেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। আমরা যদি আমাদের সাধ্যমতো সবাই শীতার্ত মানুষের পাশে দাঁড়াই তাহলে তাদের শীতের কষ্ট অনেকটাই কমে যাবে।

কম্বল বিতরণের এ কার্যক্রম চলমান থাকবে উল্লেখ্য করে সমাজের বৃত্তবানদেরকে শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান দোহাজারী পৌরসভার পৌর প্রশাসক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।

এ সময় সঙ্গে ছিলেন পৌর সচিব সামছুদ্দিন, হিসাবরক্ষক জাহাঙ্গীর আলমসহ পৌরসভার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর