আজ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কেরানীহাট আল-কুরআনুল কারিম ইন্সটিটিউটের বার্ষিক দস্তারবন্দী ও পুরুস্কার বিতরন


রিপোর্ট আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেরানীহাটে অবস্থিত আধুনিক যুগোপযুগী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল কুরআনুল কারিম ইন্সটিটিউটের ছাত্র ছাত্রীদের বার্ষিক দস্তার বন্দী ও পুরুস্কার বিতরনি সভায় হেফজ বিভাগের ছাত্র ছাত্রিদের দস্তারবন্দি ও পুরুস্কার বিতরন করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি’) সকাল ১০ টায়, ইকবাল কনভেনশন হলরুমে অনুষ্ঠিত দস্তারবন্দী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সমদর পাড়া মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক ক্বারী মাওলানা আব্দুস চবুর। আল কুরআনুল কারীম ইনস্টিটিউট এর পরিচালক হাফেজ কারী মোহাম্মদ আনোয়ারুল হক’র সঞ্চালনায়,অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি ছিলেন-শাইখ ক্বারী আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।বিশেষ অথিতি হিসেবে অংশগ্রহণ করেন, কেরানীহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদীন,কেরানীহাট আশ-শেফা হাসপাতালের পরিচালক ডাঃ নুরুল হক,মাওলানা মহিউদ্দিন মোজাদ্দেদী প্রমূখ।

কেরানিহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন বলেন, এই মাদ্রাসা থেকে আমার মেয়ে -উম্মে কুনসুম কানিস সর্বপ্রথম হাফেজা হিসেবে গত বছর স্বীকৃতি পেয়েছিল,যাহা আমার জীবনের সর্ব শ্রেষ্ঠ পাওয়া। আমি কখনো এর শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না,এটা সম্ভব হয়েছে আল্লাহ’র বিশেষ রহমতের পাশাপাশি উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা আনোয়ারুল হকের সুদক্ষ পরিচালনায় সকল শিক্ষকদের আন্তরিক প্রচেস্টায়, মোহতরাম মাওলানার সুপরামর্শ শুনার কারণে আজ আমার মেয়ে আল্লাহ’র কোরআনের হাফেজ।আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে কথা দিচ্ছি,এই মাদ্রাসার জন্য বিগত দিনেও পাশে ছিলাম এবং আগামীতেও থাকবো

আল কুরআনুল কারিম ইন্সটিটিউটের পরিচালক মাওলানা আনোয়ারুল হক, মাদ্রাসার সার্বিক সফলতা ও সকলের কৃতিত্বের জন্য মহান রবের দরবারে শোকরিয়া জানানোর পাশাপাশি এলাকার দ্বীনদার ঈমানদার মহানুভব ব্যক্তিত্বদের সর্বোচ্চ আন্তরিকতা ও সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন,এই ইন্সটিটিউট অত্যাধুনিক পরিবেশে ছাত্র ছাত্রীদেরকে দ্বীনি শিক্ষার পাশাপাশি যুগোপযোগী আধুনিক শিক্ষায় শিক্ষিত করে রাস্ট্রের আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলতে সকল শিক্ষকরা উৎসাহ ও আন্তরিকতার সাথে পাঠকার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি এই ইন্সটিটিউটকে অত্র এলাকার আলোর বর্তিকা হিসাবে চালু রাখার জন্য এলাকার সর্বস্তরের সুধিজনদের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন।উল্লেখ্যঃ আল আল কুরআনুল কারিম ইন্সটিটিউটের কেরানীহাট শাখা ২০২০ সালে যাত্রা শুরুর পর বর্তমানে প্রায় ৭ শতাধিক ছাত্র ছাত্রীর বিশাল এক প্রতিষ্ঠান।এ বছর মহিলা পুরুষ দস্তারবন্দী পেয়েছেন ৬১ জন, স্ব স্ব দায়িত্বে কৃতিত্বের জন্য ৭ জন শিক্ষক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ৫ জন শিক্ষক  শিক্ষার্থীকে ওমরা টিকেট দেয়া হয়।এছাড়াও প্রত্যাক হাফেজে কুরআন কে আকর্ষণীয় গিফট সামগ্রী প্রদান করা হয়ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর