শেফাইল উদ্দিন
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় কথিত মেলার অনুমোদন বাতিল তথা বন্ধের দাবিতে জেলা প্রশাসক, কক্সবাজার বরাবর আবেদন করেছেন এলাকাবাসী। ২২ জানুয়ারি এলাকাবাসীর পক্ষে আবেদন করেন কক্সবাজার জেলা জর্জ আদালতের আইনজীবী সাইফ উদ্দিন।
প্রদত্ত আবেদনে উল্লেখ করা হয়, বিগত ১৫ ও ১৬ ডিসেম্বর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈদগাঁও বাজারস্থ ঈদগাহ আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়। প্রশাসনের উপস্থিতি ও অতি জনসমাগম থাকার পরও ওই মেলায় সংঘর্ষের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। তারপরও একটি অসাধু চক্র উক্ত মেলা চালু রাখতে চাইলে জনগণের বাঁধার মুখে তা বন্ধ হয়ে যায়। সেই থেকে চক্রটি নানা ভাবে স্থান ও নাম পরিবর্তন করে মেলা আয়োজনের চেষ্টা করতে থাকে।
সর্বশেষ বিগত ২১ জানুয়ারি ঈদগাহ রশিদ আহমদ কলেজ সংলগ্ন পাহাড় ঘেরা মাঠে “ক্ষুদ্র ও কুঠির শিল্প এবং বস্ত্র মেলা”র নামে পাহাড়ি অরক্ষিত এলাকায় মেলার নামে মদ,জুয়া ও অশ্লীল বেহায়াপনার আসর শুরুর উদ্যোগ নেয়।
এ সংবাদ জানাজানি হলে এলাকার হাজারো জনগণ এ মেলা বন্ধের দাবিতে মানববন্ধন করে। পরে পুর্ব নির্ধারিত দিনে মেলার উদ্বোধন হয়নি। চক্রটি আবারো আগামী ২৫ জানুয়ারি উদ্বোধনের অপচেষ্টা করছে।
এলাকাবাসী ও তৌহিদী জনতার দাবি, মেলার স্থানটি যেহেতু পাহাড় ঘেরা ও ঝোপঝাড় বেষ্ঠিত, সেহেতু ধর্ষণ,ডিজিটাল জুয়া,মাদকসহ অপরাধীদের আনাগোনা স্বাভাবিক ভাবে হওয়ার সম্ভাবনা ।
তাই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা ও উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠের মর্যাদা রক্ষা এবং কোমলমতি শিশু কিশোরদের অসামাজিক কার্যকলাপ থেকে রক্ষার স্বার্থে অবিলম্বে কথিত মেলার অনুমোদন বাতিল তথা বন্ধে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন সর্বস্তরের এলাকাবাসী।
Leave a Reply