অনলাইন ডেস্ক
খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আলী ইমাম মজুমদার আগামী ২১ শে জানুয়ারি চট্টগ্রাম বন্দরের ছয় নম্বর জেটিতে (জিসিবি-৬) বেড়ানো এমবি গোল্ডেন স্টার জাহাজে পরিবাহিত মায়ানমার থেকে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক আমদানিকৃত চাল খালাস কার্যক্রম পরিদর্শন করবেন।
সাথে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল খালেক সহ খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর ও আঞ্চলিক খাদ্য বিভাগ, বন্দর ও স্থানীয় বিভিন্ন অধিদপ্তরের ও প্রসাশনের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
জাহাজটি ২২ হাজার টন চাল নিয়ে মায়ানমারের ইয়াংগন বন্দর থেকে ১৬ জানুয়ারি চট্টগ্রাম বহির্নোঙরে আগমন করে। ১৭ ই জানুয়ারি চট্টগ্রাম বন্দরের মেইন জেটি তথা জেনারেল কার্গো বার্থ (জিসিবি)-৯ এ ভিড়েছিল। ১৯ জানুয়ারি দুপুরে জিসিবি-৯ থেকে শিফ্ট হয়ে জিসিবি-৬ আসে। জি টু জি চুক্তি নম্বর ১ এর অধীনে মায়ানমার থেকে ১০৫,০০০ টন চাল আনা হচ্ছে। সরবরাহকারী ও জাহাজের স্থানীয় এজেন্ট সেভেন সীজ শিপিং লাইন্স।
Leave a Reply