চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে গভীররাতে সিএনজি অটোরিক্সা চুরির ঘটনা ঘঠেছে। শনিবার ( ১৮ জানুয়ারি) ভোররাত ৪টা ২৫ মিনিটের দিকে উপজেলার ১নং কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ রিয়াদ & ফরহাদ টাওয়ার বিল্ডিংয়ের ভেতর থেকে একটি সিএনজি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সিএনজি অটোরিক্সা চালক মোঃ ইসমাইল বাদী হয়ে চন্দনাইশ থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
জানা যায়, সারাদিন সিএনজি চালিয়ে গত শুক্রবার রাতে প্রতিদিনের ন্যায় মুরাদাবাদ রিয়াদ & ফরহাদ টাওয়ার বিল্ডিংয়ের ভেতরে এটি রেখে সিএনজি অটোরিক্স সেখানে তালাবদ্ধ করে রেখে বাড়িতে চলে যায়। কিন্তু সকালে ফোন দিয়ে জানায় যে, বিল্ডিংয়ের গ্রিলের তালা কেটে চোরের দল অটোরিক্সটি নিয়ে গেছে। বিল্ডিংয়ের সিসিটিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে চোরের কিভাবে নিয়ে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পরও কোন হদিস না পেয়ে থানায় মৌখিকভাবে জানানো হয়। পরে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে ঘটনাস্থলে তদন্তকারী কর্মকর্তা চন্দনাইশ থানার এসআই মোঃ নুর আমজাদ বলেন, সিএনজিটি চুরির রহস্য উদঘাটন করার চেষ্টা করা হচ্ছে।
Leave a Reply