আজ ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডবলমুরিং থানা পুলিশ হত্যা মামলার মূল আসামীকে গ্রেফতার করল বরিশাল থেকে


এনামুল হক রাশেদী,চট্টগ্রাম >>> সিএমপি’র ডবলমুরিং থানার কৌশলগত অভিযানে চট্টগ্রামে সংঘঠিত হত্যাকান্ডের মুল আসামী ধরা পড়ল বরিশালে। ডবলমুরিং মডেল থানার সাব-ইন্সপেক্টর আহলাদ ইবনে জামিল, পিপিএম এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যা মামলার পলাতক আসামী মোঃ আবু তৈয়ব (৩৫) এর অবস্থান সনাক্তপূর্বক বরিশাল মেট্রোপলিটন এর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ জানুয়ারী বৃহস্পতিবার বরিশাল কোতয়ালী থানা পুলিশের সহায়তায় সিএমপি’র ডবলমুরিং থানা পুলিশ হত্যা মামলার আসামী আবু তৈয়বকে গ্রেফতার করে চট্টগ্রাম নিয়ে আসেন। আসামী আবু তৈয়ব গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দীর্ঘ ০৫ মাস কৌশলে বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।১৭ জানুয়ারী’২৫ ইং শুক্রবার আইনগত বিধি অনুসারে আসামী আবু তৈয়বকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।ঘটনার বিবরনে প্রকাশঃ হত্যাকান্ডের শিকার ভিকটিম ট্রাক ড্রাইভার জাহাঙ্গীর আলম (৩৩) ১ আগস্ট’২০২৪ ইং তারিখ বিকাল আনুমানিক ০৫.৩০ ঘটিকার সময় গাড়ির ভাড়ার বিষয় নিয়ে আসামী আবু তৈয়বের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী তৈয়ব ক্ষিপ্ত হয়ে রাস্তা থেকে কুড়িয়ে একটি ইট হাতে নিয়ে ভিকটিম জাহাঙ্গীর আলমকে হত্যা করার কুমানসে মাথার পিছনে স্বজোরে আঘাত করে গুরুতর হাড়ভাঙ্গা জখম করে। এতে ভিকটিমের মাথার খুলি ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়ে মাটিতে ঢলে পরে। ভিকটিমের শৌর চিৎকারে আশেপাশের লোকজন চার দিক হতে এগিয়ে এসে জখমি ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় তাৎক্ষনিকভাবে স্থানীয় চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আহতের অবস্থা আশংকাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ অত্র মেডিকেলের আইসিও ১১নং সিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আহত ট্রাক ড্রাইভার জাহাঙ্গির আলম ৪ আগস্ট’২৪ ইং হাসপাতালে মুত্যুবরন করেন। ভিকটিমের মৃত্যুর বিষয়ে ডবলমুরিং থানার পুলিশকে অবহিত করলে ডবলমুরিং থানা পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ৫ আগস্ট’২৪ ইং মৃত জাহাঙ্গিরের দেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরন করেন। তৎকালীন দেশের চলমান পরিস্থিতি কারনে লাশ ৫ দিন হাসপাতালের হিমায়িত ঘরে রেখে ০৯ আগস্ট’২৪ ইং তারিখে ময়নাতদন্ত শেষে ডবলমুরিং থানা পুলিশকে মৃতদেহ বুঝিয়ে দেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর