আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কেসিসিতে ” জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবিলায় খুলনা শহর এলাকার উন্নয়ন” শীর্ষক প্রকপ্লের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত।


মোঃ রবিউল হোসেন খান : খুলনা ব্যুরো>>> খুলনা সিটি কর্পোরেশনে ” জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবিলায় খুলনা শহর এলাকার উন্নয়ন ” শীর্ষক প্রকপ্লের অগ্রগতি পর্যালোচনা,সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ২ টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কেসিসির প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা সিটি কর্পোরেশনের জলবায়ু জনিত প্রভাব মোকাবিলায় খুলনা শহর এলাকার উন্নয়ন ( সিসিইইউডি) শীর্ষক প্রকপ্লের অগ্রগতি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জার্মান সরকার জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক ( কেএফডব্লিউ) ও কেসিসি যৌথ ভাবে এ প্রকপ্লের আয়োজন করেছে। প্রকপ্লের আওতায় মহানগরীর দৌলতপুর, শহর রক্ষা বাধ ও মহেশ্বরপাশা,শ্মশানঘাট এলাকার বাধ নির্মান,গুরুত্বপূর্ণ ৪ টি খাল খনন ও খালের উভয় পাড় বাঁধাই, ১৭ টি পুকুর সংস্কার ও পাড় বাঁধাই, সোনাডাঙ্গা বাইপাস রোড উন্নয়ন সহ ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন করা হবে।প্রকপ্লের ব্যায় ধরা হয়েছে ৪ শত ৯১ কোটি টাকা। চলতি জানুয়ারী মাসে প্রকপ্লের ডিজাইন প্রনয়ণ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।কাজের অগ্রগতিতে প্রশাসক মো: ফিরোজ সরকার সন্তোষ প্রকাশ করেন এবং নগরবাসীর জন্য অতিগুরুত্বপূর্ণ এ প্রকপ্লটি যথাসময়ে সমাপ্ত করার ওপর গুরুত্বারোপ করেন।সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান,শরীফ আসিফ রহমান,চীফ প্লানিং অফিসার আবিরউল জব্বার, প্রকপ্লের জিআইএস অফিসার ফেরদাউস হুসাইন, সেফগার্ড অফিসার মো: সাহিদুর রহমান,সহকারী প্রকৌশলী মো: সাইফুল ইসলাম, পরামর্শ প্রতিষ্ঠানের টিম লিডার ড. অশিত কে মোহান্তি,ডেপুটি টিম লিডার মো: আসাদুল মান্নান,প্রজেক্ট ডাইরেক্টর ক্রিস্টিয়ান কুকম্যান,কর্মকর্তা অঞ্জলি বুটনার,জেসপার ম্যাথিউ সভায় উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর