আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি মানুষ এবং সমাজের কল্যানে কাজ করছে: নগরীর ১২ নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরনে বকুল।


মোঃ রবিউল হোসেন খান খুলনা ব্যুরো>>> যখনই জনগন নির্যাতিত নিস্পেষিত হয় তখনই বিএনপি জনগনের পাশে দাড়ায়। এ দেশে জিয়াউর রহমান বীর উত্তম যেভাবে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, তেমনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশকে সৈরাচার মুক্ত করেছিলেন। বিএনপির জন্মই হয়েছে নিপীড়িত, নির্যাতিত মানুষের মানুষের পাশে দাড়ানোর জন্য। শীতার্ত মানুষের পাশে দাড়াতে দলীয় নেতাকর্মী সহ বিত্তবানদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, এই শীতে অল্প উপার্জনকারী, গরীব অসহায় মানুষ প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে কষ্টে আছে। শীতে তাদের কষ্ট লাগবে বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থক ও দেশের সামর্থবানদের অসহায় শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা জরুরি। দেশের নিন্ম আয় ও ফুটপাথের মানুষ সহ মানুষ সহ অসহায় মানুষ শীতে অনেক দুর্ভোগ পোহাচ্ছে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল আজ ১৩ জানুয়ারী বিকালে নগরীর খালিশপুর থানা অর্ন্তগত ১২ নং ওয়ার্ডে বিহারী ক্যাম্পের নাগরিকদের মাঝে শীত বস্ত্র বিতরনকালে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, শীতে অভাবী মানুষের জন্য এখন জরুরী দরকার হয়ে পড়েছে শীতবস্ত্রের। সমাজের বিত্তবান ও মানবিক বোধ সম্পন্ন ব্যাক্তিরা যদি দুর্দশাগ্রস্ত মানুষের পাশে না পাড়ায়, তাহলে মানুষের দুর্ভোগ আরো বাড়বে।এক্ষেত্রে সকলকে নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসতে হবে। এসময় শীতবস্ত্র বিতরনকালে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন, স ম আব্দুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শেখ সাদী,খালিশপুর থানা বিএনপি সভাপতি এ্যাড: শেখ মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, হাসান উল্লাহ বুলবুল, জাহিদুল হোসেন, গাজী একরামুল হক মিন্টু,সাইফুল ইসলাম, কাল্লু কোরায়েশী,শেখ জাকির হোসেন, গাজী সালাউদ্দিন, মো: সবুর, আরিফুর রহমান শিমুল, খায়রুজ্জামান শামিম, জাহাঙ্গীর কবীর, হ্নদয় মাস্টার,মনির হোসেন প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর