নিজস্ব প্রতিনিধি:
ফটিকছড়ির গ্রেফতার ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন শাহিনের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার লেলাং ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য দেন আকতার হোসেন মুন্সি, অমর কান্তি দে, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, মাহবুবুল আলম, মাওলানা লোকমান বিন হারুন, মাওলানা আজগর আলী, মাস্টার সাইফুদ্দিন, শরিফ উদ্দিন, আলী মাস্টার, মাওলানা সালামত উল্লাহ, মুহাম্মদ আজাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান শাহীন একজন মানবিক জনপ্রতিনিধি। তিনি দলমতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। যেকোনো দুর্যোগ ও মানুষের সুখেদুখে পাশে থাকেন। অবিলম্বে তাকে মুক্তি না দিলে আমরা লেলাংবাসী বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করব।
উল্লেখ্য, গত বছরের ৩ সেপ্টেম্বর হাটহাজারী মডেল থানার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় গত ৮ জানুয়ারি লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দিন শাহিনকে চট্টগ্রাম নগর থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।
Leave a Reply