আজ ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের আমরা’৯৩ ‎সংগঠনের কমিটি গঠিত


‎এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া :

একটি গান পাঁচ মিনিটের, একটি চলচ্চিত্র তিন ঘন্টার, একটি দিন চব্বিশ ঘন্টার কিন্তু একটি ভাল বন্ধু সারা জীবনের। এই শ্লোগানকে সামনে রেখে শৈশবে স্কুলের গণ্ডিতে পা রেখে ধাপে ধাপে ক্লাস বদলাতে বললাতে সৃষ্ট বন্ধুত্বকে আজীবন ধরে রাখার প্রত্যয়ে চট্টগ্রামস্হ রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের ১৯৯৩ এসএসসি ব্যাচ শিক্ষার্থীদের নিয়ে ২০১৮ সালের নভেম্বরে গঠিত হয় ১০০ ভাগ অরাজনৈতিক  আমরা’৯৩ সংগঠনটি। প্রতি দু’বছর অন্তর সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের ধারাবাহিকতায় গত ১০ জানুয়ারী উত্তর রাঙ্গুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের বিদায়ী সভাপতি মোস্তফা জামালের সভাপতিত্বে ষষ্ঠ বার্ষিক এজিএম এবং নতুন কমিটির মনোনয়ন সম্পন্ন হয়েছে।

‎যুগ্ম সম্পাদক মহিউদ্দিন এবং দপ্তর সম্পাদক শ্রী শুভরাজ আচার্য্য নয়নের উপস্থাপনায় সম্পন্ন অনুষ্ঠানে ‘৯৩ পরিবারের সন্তানদের মধ্যে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। ‎সমিতির পরবর্তী কার্যক্রম সুষ্টভাবে পরিচালনার জন্য সর্বশেষ সকল উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটে নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

‎সভাপতি- এম কামাল উদ্দিন মাস্টার, সহসভাপতি – সত্যজিৎ নাথ, সাধারণ সম্পাদক- সোহেল শরীফ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক- মোহাম্মদ মহিউদ্দিন, কোষাধ্যক্ষ- শুভরাজ আচার্য্য নয়ন, দপ্তর সম্পাদক- লিটন কান্তি নাথ, প্রচার ও যোগাযোগ সম্পাদক- খালেদা আক্তার, নির্বাচিত নির্বাহী সদস্যবৃন্দ যথাক্রমে- ‎মোহাম্মদ ইদ্রিস তালুকদার, কাজী আব্দুল মাবুদ, মোস্তফা জামাল উদ্দিন,
‎সহ মোট ১১ সদস্য বিশিষ্ট “আমরা’৯৩” সংগঠনটি পরিচালনার জন্য (২০২৫-২০২৬) এর কমিটি নির্বাচিত করা হয়। নতুন কমিটির নেতৃত্বে সামনে দুবছর এগিয়ে নিয়ে যাবে উন্নয়ন ও সমৃদ্ধির শিখরে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর