আজ ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় অবৈধ জাল জব্দ


আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় মৎস্য অধিদপ্তরের বিশেষ কম্বিং অপারেশনে ১৫টি অবৈধ বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুল হকের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের সহযোগিতায় সমুদ্র উপকূল, সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৭ লক্ষ ৫০ হাজার টাকা।

পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে সহায়তা করেন মেরিন ফিসারিজ অফিসার প্রীতম চৌধুরী, সাঙ্গু স্টেশনের সিসি অনিমেষ রায়।

অভিযানের বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুল হক বলেন, অবৈধ জাল নিমূলকরণে কিংবা অপাসারণে চলমান বিশেষ কম্বিং অপারেশন-২০২৫ এর ১ম দিনে অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকার অবৈধ জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অবৈধ জাল অপসারণের অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর