আজ ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তিনদিন ব্যাপী কানু শাহ্ (রহঃ) ওরশ শুরু, লাখো মানুষের সমাগম


আমজাদ হোসেন, আনোয়ারা:

উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক আল্লামা শাহ ছুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহঃ) তিনদিন ব্যাপী পৌষ বিষু ও বার্ষিক ওরশ মোবারক শুরু হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) থেকে এই ওরশ শুরু হয়ে আগামী ১৩ ও ১৪ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। ইতোমধ্যে ওরশ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দরগাহ কমিটি।

এদিকে সরেজমিনে দেখা যায়, ওরশকে ঘিরে আলোকসজ্জাসহ গেইট ও প্যান্ডেল করা হয়েছে। পুলিশ বাহিনীর পক্ষ থেকে ভক্তদের নিরাপত্তা, যাতায়াতে ভোগান্তি কমাতে যানজট নিরসন ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ওষখাইন এলাকাসহ আশেপাশে গ্রামগুলোতে উৎসবে আমেজ চলছে। জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি ঘরেই আত্মীয়-স্বজনদের ভরপুর। ওরশের দিনটি স্থানীয়ভাবে মিলনমেলা হিসেবে পরিচিত। মাজার জিয়ারতে দূর-দূরান্ত থেকেই ইতিমধ্যে লোকজন আসতে শুরু করেছে।

দরবারের সাজ্জাদানশীন পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদুল্লাহ রজায়ী বলেন, আলহামদুলিল্লাহ ওরছে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশী রজায়ী দরবারের নিজস্ব সিকিউরিটি দায়িত্ব পালন করবে। এদিকে রজায়ী বিশ্ব নূর মঞ্জিলে পক্ষ থেকে ১৩জানুয়ারি খতমে কুরআন, খতমে বুখারী শরীফ ও বই মোড়ক উন্মোচন। ১৪জানুয়ারি নাতে মোস্তাফা, পুষ্পমাল্যদান, জিকিরে ছেমা মাহফিল,বাবাজান কেবলার শীর্ষক জীবনী আলোচনা আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণের আয়োজন করা হয়েছে। এতে দেশ বরণ্য বহু ওলামায়ে কেরামগণ এবং লক্ষ্যধিক ভক্ত-আশেকদের সমাগম হবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য যে, চট্টগ্রামের পীর আউলিয়া ও সূফী দরবেশদের অন্যতম শাহ আলী রজা প্রকাশ কানু শাহ (রা.)। হজরত কানু শাহ্ (র.) ১৭৫৯ সালে আনোয়ারা উপজেলার ওষখাইন গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মুহাম্মদ সাঁছি মুহাম্মদ এবং মায়ের নাম পরাণ বিবি। তিনি শুধু পীর-মুরিদীর মধ্যে সীমাবদ্ধ ছিলেন না সাহিত্য জগতে তার অবাধ বিচরণ ছিল। তিনি একাধিক ভাষায় পারদর্শী ছিলেন। ১৮৩৭ সালে ৭৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর