আজ ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বরমা ইউনিয়নে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” অনুষ্ঠান সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার ৫ নম্বর বরমা ইউনিয়ন পরিষদে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযপিত হয়। এ উপলক্ষ্যে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেনের নির্দেশনায় ১২ জানুয়ারি ২০২৫, রোববার অনুষ্ঠিত হয়। বরমা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী মো. আবদুল মমিন।

স্বাগত বক্তব্য দেন বরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. নওশা মিয়া ও সঞ্চালনা করেন সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল। বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম সৈয়দ হোসেন, বরমা ডিগ্রি কলেজের অধ্যাপক রবিউল ইসলাম, বরমা মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা নুরুল হক, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম খান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবদুর রহীম, বর্তমান সভাপতি মো. সেলিম উদ্দীন, ইউনিয়ন এলডিপির সেক্রেটারি আমিনুল ইসলাম রাশেদ, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কামাল উদ্দীন, ইউনিয়ন পরিষদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আনিসুর রহমান, মেম্বার মো. হারুনুর রশীদ, মো. শাহ আলম মেম্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ তারেকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের আমীর মো. আতহার হোসাইন, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মিঠুন দাশ, বরমা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আখতার, উত্তর বাইনজুরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সিতারা আফরোজ, এলডিপি নেতা মো. জয়নাল আবেদীন, জিয়াউর রহমান, বিএনপি নেতা নুর খান, জসীম উদ্দিন, কলেজ শিক্ষার্থী কাজী সুমাইয়া ছিদ্দিকী প্রমি প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর