আজ ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার,মিয়ানমারে পালালো পাচারকারী


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> ক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।রোববার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার উত্তর-পূর্ব দিকে ডাবল জোড়া এলাকা থেকে মাদকের চালানটি জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশিকুর রহমান।লেফট্যানেন্ট কর্নেল আশিকুর বলেন, মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে গোপনে তথ্য পেয়ে দমদমিয়া চৌকির ৫টি নৌ-টহল দল নাফ নদীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায়।এক পর্যায়ে ককশিটের ভেলায় করে দুজন ব্যক্তিকে মাদক নিয়ে নাফ নদী সাঁতরে পারাপারের সময় বিজিবির টহলদলের মুখে পড়ে।এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দলটি ভেলাটি ফেলে রাতের আঁধার এবং ঘন কুয়াশার মধ্যে নাফ নদী সাঁতরে শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অপর পাশে পালিয়ে যায়।তিনি আরও বলেন,নৌ টহলদল তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ভেলা হতে দুইটি মাদক ভর্তি বস্তা উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত চটের বস্তার ভিতর হতে ২৫টি ইয়াবা ভর্তি প্যাকেট উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ দুই লক্ষ পঞ্চাশ হাজার পিস।পার্শ্ববর্তী বিওপি সমূহ হতে বিশেষ টহলদল কর্তৃক উক্ত এলাকায় সকাল ৭ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।তবে,চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর