আজ ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কেসিসির সাবেক কাউন্সিলর গোলাম রব্বানি টিপুর লাশ দাফন করা হয়েছে।


খুলনা সংবাদদাতা>>> খুলনা সিটি কর্পোরেশনের অপসারিত কাউন্সিল গোলাম রব্বানি টিপুর লাশ দাফন করা হয়েছে। আজ ১১ জানুয়ারী বাদ জোহর নগরীর দৌলতপুর থানা নিজ জন্মস্থান দেয়ানা ফুটবল মাঠে নামাজে জানাজা শেষে লাশ দেয়ানা কৃষি কলেজ সংলগ্ন কবর স্থানে দাফন করা হয়েছে। তার বয়স হয়েছিল (৫৪) বছর।মৃত্যুকালে তিনি পিতা,স্ত্রী, ১ ছেলে,১ মেয়ে, দুই ভাই ও এক বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম গোলাম রব্বানির নামাজে জানাজায় স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য মানুষ উপস্থিত হন।এদিকে গোলাম রব্বানির মৃত্যুতে নিজ পরিবার সহ একাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।নিহত গোলাম রব্বানির মৃত্যুতে শেকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে নিজ দল সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতি দিয়েছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন মরহুম গোলাম রব্বানি আজীবন বেচে থাকবেন তার কর্মে। তারা আরো বলেন, গোলাম রব্বানি টিপুর মৃত্যুতে আমরা শোকাহত ও তার আত্মার মাগফেরাত কামনা করছি।পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।এদিকে নিহত গোলাম রব্বানি টিপুকে এক নজর দেখতে বিভিন্ন এলাকা হতে আগত অসংখ্য জনতার ঢল নামে। তাকে এক নজর দেখতে ছুটে আসেন অনেকেই। জানাজার নামাজের সময় দেয়ানা উওরপাড়া ফুটবল মাঠ সহ আশপাশের সড়কে দাড়িয়ে অসংখ্য লোক জানাজার নামাজ আদায় করেন।প্রসঙ্গত নিহত গোলাম রব্বানি টিপু কেসিসির ৪ নং ওয়ার্ডের সাবেক অপসারিত কাউন্সিলর সহ সেচ্ছাসেবকলীগের খুলনা মহানগর সহ সভাপতি দায়িত্ব পালন করেন।গত ৯ জানয়ারী বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল হোটেলের পাশে ঝাউ বাগানে ভেতরে কাঠের তৈরি সেতুর পাশে দৃর্বৃত্তদের ছোড়া গুলি তার মাথায় বিদ্ধ হয়।পরে নিকটস্থ স্থানীয় টমটম চালক আবদুস সালাম (৩৮) গুলির শব্দ শুনে ঘটনস্থলে গিয়ে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়দের সহায়তায় তার টমটমে করে কক্সবাজার সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়না তদন্ত শেষে গতকাল নিজ বাড়িতে আনা হয় এবং আজ বাদ জোহর জানাজে শেষে দাফন করা হয়।ঘটনার পর সন্দেহ ভাজন হিসেবে তার সাথে হোটেলে ওঠা কেসিসির ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান ইফতেখার ওরফে চালুকে কক্সবাজার হোটেল গোল্ডেন হিল থেকে র‍্যাব আটক করেছে।কিন্তু তাদের সাথে থাকা রুমি নামের অপর যুবতী পালিয়ে যেগে সক্ষম হয়।নিহত গোলাম রব্বানি টিপু ৫ আগষ্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। এদিকে নিহতের ভগ্নিপতি ইউসুফ শেখ কক্সবাজার থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।বিষয়টি নিশ্চিত করেন দৌলতপুর থানা ওসি মীর আতাহার আলী। নিহতের পরিবারের সজনরা অভিযোগ করেছেন গোলাম রব্বানি টিপুকে শত্রুরা শুটার ভাড়া করে মাথায় গুলি চালিয়ে হত্যা করেছে। তবে কারা তার শত্রু ছিল তা বলতে রাজি হননি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর