মো: শাহ আলম বিশেষ প্রতিনিধি>>> নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।শুক্রবার ১০ জানুয়ারী জনাব প্রতুশ কুমার মজুমদার পুলিশ সুপার নারায়ণগঞ্জ সভাপতিত্বে,প্রধান অতিথি জনাব সুমি আক্তার মজুমদার (উপ সচিব) সভানেত্রী,পুনাক নারায়ণগঞ্জ। বিশেষ অতিথি জনাব ফারাহ আফজা বিনতে হালিম, জনাব মাহমুদা আহমেদ,জনাব ফারাহ আফরোজা সরকার, জনাব মোশারত আক্তার।হতদরিদ্র মানুষ কম্বল পেয়ে অনেক খুশি। সারাদেশের মতো নারায়ণগঞ্জও কিছুদিন যাবত প্রচন্ড শীতে খেটে খাওয়া মানুষ কষ্ট পাচ্ছে কম্বল পেয়ে তারা বলে তাদের পাশে যেন পুলিশ সব সময় দাঁড়ায়।বিতরণের সময় সুশৃঙ্খলভাবে কম্বল বিতরণ করা হয় এবং কম্বল পেতে কাউকে কোন ভোগান্তির শিকার হতে হয় নাই।কম্বল নিতে আসা অসহায় মানুষেরা জানান যে কোন অনুদান যেন এভাবে সুশৃঙ্খলভাবে তাদের মাঝে পৌঁছিয়ে দেওয়া হয়।কম্বল বিতরণ শেষে নারায়ণগঞ্জ পুলিশ সুপার ও অতিথিরা অসহায় দরিদ্র মানুষের সাথে কুশল বিনিময় করেন।
Leave a Reply