ফজলুল করিম নাহিদ,স্টাফ রিপোর্টার>>> পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এর মাসিক সাধারণ সভা ও দশজন সদস্যকে স্থায়ীকরণ উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়াও নতুন এসব সদস্যদের মধ্যে কয়েকজনকে সাংগঠনিক পদমর্যাদায় পদায়ন করা হয়।গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় থেকে রাত পর্যন্ত চলা এ সাধারণ সভায় চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন – সিআরএ এর সভাপতি আরেফিন সোহাগে’র সভাপতিত্বে ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন’র সঞ্চালনায় এ মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন।উক্ত সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন উপস্থিত সাংগঠনিক নেতৃবৃন্দরা। সবার পরামর্শ শুনে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন সভাপতি আরেফিন সোহাগ।তিনি বলেন, ২০১৯ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের ছয় বছরের মধ্যে কোন ধরনের দুর্নাম অর্জন ছাড়াই এগিয়ে যাচ্ছে। এসময় তিনি আগামীতে সকলের ঐক্যবদ্ধ থেকে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান।পরে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) কার্যনির্বাহী কমিটি ২০২৪ সালে আবেদনকৃত অস্থায়ী সদস্য থেকে ১০ জনকে স্থায়ী সদস্য পদ প্রদান করা উপলক্ষে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।সংবর্ধিত সদস্যরা হলেন, মোহাম্মদ রবিউল হোসেন, মো: রিদুয়ান হৃদয়, মোহাম্মদ শাকিল, আমিনুল হক শাহীন, ফজলুল করিম নাহিদ, মো: ফয়সাল হাসান, রুমেন চৌধুরী, ইরাফাতুর রহমান, মু. সাফায়েত মোরশেদ ও তাসফিয়া আজিজা তুবা। এছাড়াও কার্যনির্বাহী কমিটিতে কিছুটা পরিবর্তন এনে সাংগঠনিক পদমর্যাদা দেয়া হয় নতুন সদস্যদের। এতে মোহাম্মদ রবিউল হোসেন’কে সহ দপ্তর সম্পাদক পদে, মো: রিদুয়ান হৃদয়’কে আইন ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে, মোহাম্মদ শাকিল’কে সহ সাংগঠনিক পদে, আমিনুল হক শাহীন’কে সাংস্কৃতিক সম্পাদক পদে, ফজলুল করিম নাহিদ’কে দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক পদে, মো: ফয়সাল হাসান’কে সমাজ সেবা সম্পাদক পদে, রুমেন চৌধুরী’কে প্রচার সম্পাদক পদে, সাফায়েত মোরশেদ’কে সহ অ্যাপায়ন বিষয়ক সম্পাদক পদে, তাসফিয়া আজিজা তুবা’কে মহিলা বিষয়ক সম্পাদিকা পদে পদায়ন করা হয়। এছাড়াও আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে সিআরএ কার্যনির্বাহী কমিটিতে পদমর্যাদা প্রাপ্ত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ ফোরকান। সমাপনী বক্তব্যে সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্দদের সাথে সাথে ফটো সেশনে অংশগ্রহণ করেন।
Leave a Reply