মোঃ নজরুল ইসলাম সাতকানিয়া প্রতিনিধি (চট্টগ্রাম)>>> চট্টগ্রামের চন্দনাইশে ‘কেমন রাজনীতি চাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।চন্দনাইশ সাতকানিয়া উন্নয়ন ফোরামের উদ্যোগে আজ শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে দোহাজারী পৌরসভার রুপনগর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী বিচারপতি আবদুস সালাম মামুন।বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ও সেমিনার বিষয়ক সম্পাদক এবং দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট এম. সাদ্দাম হোসেন নিরবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি এবং আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম. এ হাশেম রাজু। বিশেষ বক্তা ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও চন্দনাইশ উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক এস.এম জসিম উদ্দিন চৌধুরী (মিন্টু)।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আফিল উদ্দিন আহমেদ।অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে আর যেন, গুম, খুন,বাজার দখল, জমি দখল, দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদকের ছড়াছড়ি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ ও রাজনীতি চাই। বক্তারা আরো বলেন, নিজ দলের নেতাকর্মীরাও যদি উপরোক্ত অপকর্মের সাথে জড়িত থাকে, তাদেরকে ধরে পুলিশের হাতে সোপার্দ করার জন্য অনুরোধ করেন।ছাত্রদল নেতা ইমরান হোসাইনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – দোহাজারী প্রেস ক্লাব সভাপতি, দৈনিক আমার দেশ পত্রিকার চন্দনাইশ প্রতিনিধি এস এম নাসির উদ্দিন বাবলু, বিএনপি নেতা আমির হোসেন, এম. মহিউদ্দিন, রাজিব উদ্দিন চৌধুরী,হাজী আবদুল গণি, মো. রুবেল, লোকমান হাকিম, মো. ইদ্রিস, মো. সোহেল প্রমূখ।
Leave a Reply