চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট সোনাই বটতল এলাকা থেকে চুরির ১টি গরু নেওয়ার পথে মাইক্রো থেকে লাফ দিলে মহাসড়কের পাশে রেখে পালাল চোরচক্রের সদস্যরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ওই এলাকা থেকে গরুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট সোনাই বটতল এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজার গামী একটি মাইক্রোতে গরুর শব্দ শুনতে পাওয়া যায়। গরুগুলো দেখে স্থানীয় আশেপাশের লোকজন এসে জড়ো হলে মাইক্রোর দরজা খুললে গরু লাফ দিয়ে মহাসড়কের পাশে রেখে পালিয়ে যায় চোরচক্রের সদস্যরা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে গরুটি নিয়ে যায়।
এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘খবর পেয়ে ১টি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ইতোমধ্যে গরুগুলো প্রকৃত মালিকের হাতে তোলে দেওয়ার জন্য খোঁজ লাগানো হয়েছে।
Leave a Reply