আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় ট্রাক চাপায় এনজিওকর্মী নিহত:আহত স্ত্রী ও শিশু সন্তান!


শ.ম.গফুর>>>কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের আম গাছতলা নামক স্থানে মালবাহী ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী এক এনজিওকর্মী ঘটনাস্থলে নিহত।এ ঘটনায় নিহতের স্ত্রী ও শিশু সন্তান আহত হয়েছে।গুরুতর আহতাবস্থায় লিকু মানকিন কে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।অপর আহতদের কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।৯ জানুয়ারী দিনের ১২ টারদিকে এ ঘটনা ঘটেছে।মোটর সাইকেলটি ভেঙ্গে চুরমার হয়ে গেছে।নিহত এনজিওকর্মী লিকু মানকিন(৩২)নেত্রকোনা জেলার দুর্গাপুরের ভরতপুর গ্রামের অবনী মানকিনের ছেলে।তিনি সুইজারল্যান্ড ভিত্তিক টিডিএস এনজিওতে কর্মরত ছিলেন।কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন।বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার ইনচার্জ মাহবুল কবির।এ ঘটনায় ট্রাক ও মোটর সাইকেল দুটি জব্দ করা হয়েছে। চালক’কে আটক করেছে পুলিশ।নিহতের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মাহবুল কবির জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর